ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অধিকতর প্রচারের মাধ্যমে জনসচেতনাতা বৃদ্ধির লক্ষ্যে "ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিতকরণ" এই প্রতিপাদ্যকে ধারণ করে আজ ১৫ মার্চ ২০১৮ খ্রি. রোজ বৃহস্পতিবার সকাল দশটায় চাঁপাইনবাবগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় একটি র্যালি হয়। উক্ত র্যালিতে অংশগ্রহণ করেন বিজ্ঞ জেলা প্রশাসক জনাব মো. মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জনাব এরশাদ হোসেন খান, নেজারত ডেপুটি কালেক্টর জনাব নয়ন কুমার রাজবংশী, ক্যাব সভাপতি জনাব আব্দুল হান্নান, জেলা মার্কেটিং অফিসার জনাব মো. নূরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টিজ এর ডিরেক্টর জনাব শহিদুল ইসলাম, জেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব কোবাদ আলী ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক জনাব মো. জহিরুল ইসলাম সহ জেলার অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ ও ব্যবসায়ী সমিতির সভাপতি, সেক্রেটারি ও সদস্য সহ সাধারণ ভোক্তা সমাজ।
নেজারত ডেপুটি কালেক্টর জনাব নয়ন কুমার রাজবংশী এর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে র্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক জনাব মো. জহিরুল ইসলাম, ভোক্তা অধিকার বিষয়ক প্রবন্ধ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে উপস্থাপন করেন ও সচেতনাতামূলক বক্তব্য রাখেন। এছাড়া উক্ত সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মানিত উপ-পরিচালক, ক্যাব এর সভাপতি জনাব আব্দুল হান্নান, জেলা মার্কেটিং অফিসার জনাব মো. নূরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টিজ এর ডিরেক্টর জনাব শহিদুল ইসলাম ভোক্তা অধিকার এর উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সবশেষে সভার প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জনাব এরশাদ হোসেন খান ভোক্তা অধিকারের উপর বিশ্লেষণধর্মী ও সচেতনাতামূলক বক্তব্য রাখেন এবং সমাপনি বক্তব্য রাখেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS